Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এসএসসি পরীক্ষার্থী নীরব হত্যার বিচারের দাবিতে ঢাকা-মাওয়া অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এসএসসি পরীক্ষার্থী নীরব হোসেন (১৬) হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় অবরোধের মুখে ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে অবরোধ সৃষ্টি করে মেদেনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে এক ঘণ্টা পর বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এর আগে সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলার পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন এলাকায় মানববন্ধন পালন করেন স্থানীয় এলাকাবাসী।

উপজেলার মেদেনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নীরব কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা নাঈম হোসেন খানের ছেলে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে পুনর্বাসন কেন্দ্রের উত্তর পাশের ডোবা থেকে এসএসসি পরীক্ষার্থী নীরব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ রাব্বি (১৭) ও আলাল (১৮) নামে দুজনকে গ্রেফতার করেছে।

Bootstrap Image Preview