Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একজন এসএসসি পরীক্ষার্থীর দায়িত্বে ১২ জন!

জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


এসএসসি পরীক্ষার্থী মাত্র এক জন। কিন্তু তার বিপরীতে দায়িত্ব পালন করেছেন ১২ জন কর্মকর্তা ও কর্মচারী।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ দৃশ্য দেখা গেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে। ফলে পরীক্ষা কেন্দ্রের বাহিরে জনশূন্য থাকলেও ভিতরের চিত্র ছিল আলাদা।

সংশ্লিষ্ঠ কেন্দ্র সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় এ কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৭২৪ জন। এদিন শারীরিক শিক্ষা (১৪৭) বিষয়ের একমাত্র পরীক্ষাথী ছিল উপজেলার ভিকাখালী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়মিত ছাত্র সজিবুল ইসলাম।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, পরীক্ষার্থী এক জন হলেও প্রশাসনিক আয়োজনের কমতি ছিল না। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করছেন কেন্দ্র পরিদর্শকসহ একজন কেন্দ্র সচিব, একজন সহকারী কেন্দ্র সচিব, একজন হল সুপার, দুই জন কক্ষ পরিদর্শক, দুইজন পুলিশ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ মোট ১২ জন কর্মকর্তা-কর্মচারী। অন্যান্য দিনের মতো পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

Bootstrap Image Preview