Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে অজ্ঞাত রোগে এক সপ্তাহে ৬ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview


রাজশাহীর তানোরে অজ্ঞাত রোগে এক সপ্তাহে ছয় জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ছয়জন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারণ অনুসন্ধানে কাজ করছে বিশেষজ্ঞ দল।

তানোর উপজেলার বহরইল গ্রামবাসী বলছেন, অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একে একে মৃত্যুর ঘটনা ঘটছে। আজ সকালে ঘটনা তদন্তে ঢাকা থেকে ইন্সটিটিউট অব এপিডিমিওলজি কন্ট্রোল এন্ড রিসার্চ-আই ই ডি আর সি এর ৭ সদস্যের এক দল চিকিৎসক তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেখতে যান।

জানা গেছে, গত সপ্তাহের শনিবার নুরী বিবি (৬৫), জনাব আলী (৪৫) ও চারদিনের এক শিশু মারা যায়। এর একদিন পর সোমবার সমসের আলী (৬৫) ও চলতি সপ্তাহের শনিবার রাহেলা বেগম (৪৮) মারা যান। আর গতকাল রবিবার মারা যান পল্লী চিকিৎসক ইমাম আলী বাবু (৩৮)।

এছাড়া গতকাল রবিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই গ্রামের জামেনুর রহমানের স্ত্রী সেফালি বিবি (৩৫), মৃত আনেসুর রহমানের স্ত্রী সেমেজান বিবি (৫০), আবদুর গাফফারের স্ত্রী আপেজান বিবি (৪৮) ও দাউদ আলীর স্ত্রী বাদেনুর খাতুন (৩৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর একই দিন সন্ধ্যার পর ভর্তি করা হয়েছে শফিকুল ইসলামের ছেলে জিয়া (২৫) ও আবদুল হকের ছেলে সানাউল্লাহ হককে (৩২)।

তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. রোজিয়ারা খাতুন জানান, রবিবার একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে অজ্ঞাত এ রোগে গত এক সপ্তাহে ছয়জনের মৃত্যু হয়েছে।

বহরইল গ্রামের ইউপি সদস্য আবদুল লতিফ জানান, শনিবার রাত ৮টার দিকে বৈদ্দপুর বাজারে নিজের ফার্মেসীতে পল্লী চিকিৎসক বাবু হঠাৎ করে শরীরে ঝাঁকুনি দিয়ে উঠার পর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীরা তাকে বাড়ি নিয়ে যান। রাতে তার অবস্থার অবনতি হলে ভোরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই পল্লী চিকিৎসক নিজে অজ্ঞাত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করে আসছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ডা. রোজিয়ারা খাতুন জানান, সুস্থ মানুষের হঠাৎ বুক জ্বালা, শরীরে ব্যথা ও ঝাঁকুনি শুরু হচ্ছে। এরপর জ্ঞান হারিয়ে ফেলছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে একইভাবে।

তিনি বলেন, ১০ সদস্যের একটি মেডিকেল টিম শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বহরইল গ্রামে গিয়ে মৃত্যুর কারণ অনুসন্ধানে নমুনা সংগ্রহ করেছে। এর আগে গত শুক্রবার পাঁচজন চিকিৎসকের একটি টিম ওই গ্রাম পরিদর্শন করেন। তারা গ্রামবাসীকে আতঙ্ক না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এছাড়া পল্লী চিকিৎসক মারা যাওয়ার খবর পেয়ে রবিবার সকালে ওই গ্রাম পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহাসহ স্বাস্থ্য কর্মকর্তারা। তবে তারা কেউই এ রোগ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি।

এদিকে, অজ্ঞাত রোগে এমন মৃত্যুর ঘটনা অনুসন্ধানে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম রাজশাহী পৌঁছেছে। সোমবার তারা ওই গ্রাম পরিদর্শন করেন। জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের নেতৃত্বে ওই চিকিৎসক দল গ্রামের মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষা করবেন। এরপরেই হয়তো জানা যাবে আসলে কি রোগে তারা মারা গেছেন।

বাধাইড় ইউপি চেয়াম্যান আতাউর রহমান বলেন, বহরইল গ্রামে এক সপ্তাহ ধরে অজ্ঞাত রোগে প্রতিদিন সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। কয়েকদিনে ছয়জন মারা গেছে। বিষয়টি ভাবিয়ে তুলেছে এলাকার মানুষকে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামেও।

তানোর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বী বলেন, ‘বহরইল গ্রামে এক সপ্তাহে ছয়জনের মৃত্যু ও বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি নিয়ে আমারও চিন্তিত। মেডিকেল টিমও গ্রাম পরিদর্শন করেছেন। তবে এখনও জানা যায়নি মৃত্যুর কারণ। তবে ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম এসেছে। তারা পরীক্ষ-নীরিক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Bootstrap Image Preview