Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে দুই বাংলার মতবিনিময় সভা

শহিদুল ইসলাম, বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০১ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০১ PM

bdmorning Image Preview


দুই বাংলার মোহনায় আগামী ২১ ফেব্রুয়ারি হতে যাচ্ছে ভাষাপ্রেমীদের মিলনমেলা।

এ উপলক্ষ্যে রবিবার (৩ ফেব্রুয়ারি) বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশন মিলনায়তনে দুই বাংলার মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক এমদাদুল হক লতা, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ পৌর সভার মেয়র শংকর আঢ্যসহ দুই বাংলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আয়োজনে থাকছে ভাষা শহীদের স্মরণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, পতাকা বিনিময়, দুই বাংলার বিশিষ্টজনদের মধ্যে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা, অতিথি আপ্যায়ন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুই বাংলার জাতীয় পর্যায়ের নেতাসহ ভাষা সৈনিক ও নামি-দামি শিল্পীরা উপস্থিত থাকবেন।

২০০৪ সালে বেনাপোল সরগম সংগীত একাডেমি ও ভারতের বঁনগা ২১ পালন কমিটি দুই বাংলার যৌথ একুশ পালনের এই যাত্রা শুরু করে। এবার আয়োজন করবে দুই বাংলার সীমান্তে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি।

Bootstrap Image Preview