Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শৈত্য প্রবাহ অব্যাহত থাকছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩১ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩১ PM

bdmorning Image Preview


দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে চলতি সপ্তাহজুড়ে শীতের প্রকোপ থাকতে পারে। রাজশাহী, নীলফামারী, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা, মৌলভীবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস জানিয়েছেন, দেশের ওপর দিয়ে যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন এই অবস্থা বিরাজমান থাকবে।

তিনি জানিয়েছেন, এটিই হতে পারে মৌসুমের শেষ শৈত্য প্রবাহ। এরপর দেশে আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। এরপরই এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস  আরো জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামীকাল ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Bootstrap Image Preview