Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অতিরিক্ত ৪% বেতন কর্তনের প্রতিবাদে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে শতকরা ১০ টাকা হারে বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন করার প্রজ্ঞাপন স্থায়ী বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে আত্রাই উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে আত্রাই উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ শিক্ষক সমিতি আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নবাবের তাম্বু উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমীন আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, প্রধান শিক্ষাক আনিছুর রহমান, প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক প্রশান্ত কুমার প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য সহকারি শিক্ষকগণও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকগণ বলেন, শিক্ষকেরা জাতিগড়ার কারিগর। সরকারকে শিক্ষাবন্ধব হওয়ার আগে শিক্ষকবান্ধব হতে হবে। শিক্ষকদের উর্পযুক্ত বেতনসহ সরকারি অন্যান্য চাকরির ন্যায় সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার দাবি করেন এবং সেই সাথে বেসরকারি  শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে অতিরিক্ত ৪% কর্তন না করার দাবি জানান তারা।  


 

Bootstrap Image Preview