Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে ৭ দিনব্যাপী মনিপুরি নৃত্য কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৭ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


ঝিনাইদহে ৭ দিনব্যাপী মনিপুরি নৃত্য কর্মশালা শুরু হয়েছে। 

এর আগে রবিবার (৩ ফব্রেুয়ারী) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মশালার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

ঝিনাইদহ  জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সামিনা হোসেন প্রেমা, ঝিনাইদহ শিল্পকলা একাডেমীর উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক শোভন সাহা সবুজ ও সাধারণ নৃত্য প্রশিক্ষক দোল আফরোজ অরনী।

৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কর্মশালাটি চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, ৫০ জন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মনিপুরি নৃত্যের এ কর্মশালায় অংশ নিবে। প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সামিনা হোসেন প্রেমা। 

Bootstrap Image Preview