Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৪ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৫ AM

bdmorning Image Preview


শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিয় সভার আয়োজন করা হয়। 

এসময় নবাগত ওসি মোঃ হাবিল হোসেন তার বক্তব্যে বলেন, শ্যামনগর মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। মাদকসেবি, মাদক ব্যবসায়ী ও মাদকের ব্যাপারে তদবিরকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এছাড়া বনদস্যু দমনের ব্যাপারেও কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, রাত ৮টার পর স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যাতে রাস্তায়, দোকানে আড্ডা দেওয়া, দোকানে টাকা দিয়ে কেরামবোর্ড খেলায় মেতে না উঠেন সে বিষয়ে দৃষ্টি রাখবেন।

ওসি বলেন, পুলিশ ও সাংবাদিক পাশাপাশি কাজ করবে। তিনি অপরাধ দমনে সকলের সহায়তা চান এবং দালাল মুক্ত শ্যামনগর থানা গঠনের ব্যাপারে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

নবাগত ওসি এর পূর্বে খুলনার ডুমুরিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। তার বাড়ী গোপালগঞ্জ জেলায়।

উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীরের সঞ্চালনায় মতবিনিময়সভায় উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

মতবিনিময়সভার পূর্বে প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর ও সাধারণ সম্পাদক জাহিদ সুমনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ অফিসার ইনচার্জ হাবিল হোসেনকে ডায়রি, কলম ও এস আই রাজ কুমারকে একটি বই উপহার দেন।

Bootstrap Image Preview