Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে মেয়র পদে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

 ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ AM

bdmorning Image Preview


ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিসার।

রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান।

প্রার্থীরা হলেন- পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, সাবেক মেয়র ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু এবং বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ভাই এনামুল হক ইমান।

জানা যায়, গত ৩১ জানুয়ারি এই তিন জন প্রার্থী উপ নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর এই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে পৌর মেয়র পদ শূণ্য হয়। এ সময়ে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেণ প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ।

আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ৩৮ হাজার ৫শ’ ৮৮ জন।

Bootstrap Image Preview