Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮ থেকে ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত হবে আ.লীগের প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৯ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি এবং আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।

আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার একই সময় ও একই স্থানে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের আরেকটি সভাও অনুষ্ঠিত হবে। দুইটি সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে সভা দু’টিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৪ মার্চ ৫০টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনপ্রাপ্তির হিসেবে এবারের সংসদে আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র তিনটি আসনের বিপরীতে একটি আসনে প্রার্থী দিতে পারবে। তবে বিএনপি থেকে নির্বাচিত ৬ জন এমপি শপথ নেওয়ার পরই তারা প্রার্থী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে। এর আগে সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ১ হাজার ৫১৮ জন দলীয় মনোনয়নের ফরম জমা দিয়েছেন।

অন্যদিকে প্রথম ধাপের ৮৭ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ মার্চ। প্রথমবারের মত উপজেলা নির্বাচন দলীয়ভাবে হলেও আওয়ামী লীগ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে কেবল চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে তারা। ক্ষমতাসীন দলের পক্ষে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো মনোয়ন দেবে না তারা।

উপজেলা নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান: উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দলীয় মনোনয়নপত্রের ফরম বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে সোমবার থেকে। এই কার্যক্রম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। দলের জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় করতে পারবেন। এই সময়ের মধ্যে ফরম জমাও দিতে হবে।

Bootstrap Image Preview