Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মায়ের ওপর অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৭ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মায়ের মুঠোফোনে আসা উপবৃত্তির টাকা চেয়ে না পেয়ে অভিমান করে মো. কবির হাওলাদার (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাধাল গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ওই ছাত্র আত্মহত্যা করে। সে ওই গ্রামের মো. ওবায়দুল হাওলাদারের ছেলে এবং বাধাল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

কবিরের মা নাছিমা বেগম জানান, তার মুঠোফোনে ছেলের উপবৃত্তির ৩০০ টাকা আসে। আজ দুপুরে স্কুল থেকে ফিরে ওই টাকা তুলে দিতে বলে কবির। কিন্তু নাসিমা বেগম তা দেননি। এ সময় পাশের গ্রামে তার এক আত্মীয়ের মৃত্যুর খবর এলে কবিরকে বাড়িতে রেখে পরিবারের সবাই সেখানে চলে যায়। এই ফাঁকে তার ছেলে টাকা না পাওয়ার ক্ষোভে-অভিমানে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কবিরের মা আরও জানান, বিকেলে সাড়ে ৫টার দিকে কবিরের এক সহপাঠী তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে কবিরকে ঝুলন্ত অবস্থা দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে হামপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Bootstrap Image Preview