Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকলের সামনেই প্রধান শিক্ষককে তিরস্কার করলেন প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫২ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫২ PM

bdmorning Image Preview


প্রধান শিক্ষককে তিরস্কার করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু। মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাইতে না পারায় এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষককে ভবিষ্যতের জন্য সতর্কও করেন প্রতিমন্ত্রী।

মুক্তাগাছার বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। ওইদিন দুপুর সাড়ে ১২টায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রতিমন্ত্রী। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় শিক্ষার্থীরা সঠিকভাবে বলতে পারেনি। ত্রুটির্পূণভাবেই জাতীয় সঙ্গীত গাওয়া শেষ করে শিক্ষার্থীরা। পরে মন্ত্রী ওই স্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলামকে তিরস্কার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাগাছার ইউএনও সুবর্ণা সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক ইদু, হোসেন আলী সরকার, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিক, মুক্তাগাছা শহর আওয়ামী লীগের আহ্বায়ক আরব আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মনি প্রমুখ।

Bootstrap Image Preview