Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় দিনেও হলে আসেনি ৯ হাজার পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনেও হলে আসেননি ৯ হাজার ৩২৪ জন শিক্ষার্থী। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, বরিশাল, সিলেট, কৃমিল্লা, মাদরাসা ও কারিগরি বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল ও ভোকেশনার পরীক্ষার দ্বিতীয় দিনই ৯ হাজার ৩২৪ জন অনুপস্থিত ছিল। বহিষ্কার করা হয়েছে ৩৬ জনকে।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যে এ কথা জানা যায়।

দেশের ১০টি বোর্ডের ৩৪০৪টি কেন্দ্রে ১৭ লাখ ৮৮ হাজার ৩১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৭০৬ জন।

ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ১৪১৮ ও বহিষ্কৃত হোন ১০ জন।

রাজশাহীতে অনুপস্থিত ৭৮৯ জন। কুমিল্লায় অনুপস্থিত ৫১২ জন, বহিষ্কার হোন ৪ জন। যশোরে অনুপস্থিত ৪৯০ জন।

চট্টগ্রামে অনুপস্থিত ৪৮৪ জন। সিলেটে অনুপস্থিত ২২৬ জন। বরিশালে অনুপস্থিত  ৩৯৫ জন, বহিষ্কার হোন ৫ জন।

দিনাজপুরে অনুপস্থিত ৫৮১ জন। মাদরাসা বিভাগে অনুপস্থিত ৪ হাজার ৪২৯ জন। এবার মোট পরীক্ষার্থী ১৭ লাখ এক হাজার ৬৩০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৬ লাখ ৯২ হাজার ৩০৬ জন। অনুপস্থিত ছিল ৯ হাজার ৩২৪ জন। বহিষ্কার করা হয় ৩৬ জনকে।  এ ছাড়াও ৪ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

Bootstrap Image Preview