Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে ঢাকায় মিছিল-সমাবেশ

বিডিমর্নিং ডেস্কঃ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০১ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview


‘ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন রুখে দাঁড়াও’ শ্লোগানে রাজধানীতে মিছিল-সমাবেশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।  

রবিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়।       

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘কয়েকদিন আগে মাদুরো সরাসরি অভিযোগ করেছেন, আমেরিকার বিখ্যাত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুকুম দিয়েছেন, যেভাবেই পারো মাদুরোকে হত্যা করো। হত্যার হুকুম যে দেয় সে অপরাধী। আন্তর্জাতিক আদালতে নিশ্চয়ই বিচার হবে।’  

সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদীদের এই হীন চক্রান্তমূলক প্রচেষ্টা সফল হলে বিশ্বব্যাপী দুর্বল ও ছোট দেশগুলোর জাতীয় স্বাধীনতা, জনগণের সার্বভৌমত্ব ও গণতন্ত্র ভবিষ্যতে আরও  বেশি বিপণ্ন হবে। মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হলে ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভেনেজুয়েলায়। এই ইতিহাসের পুনরাবৃত্তি যেন না ঘটে, তার জন্য বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।   

এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবি (ঢাকা মহানগর) সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান তারিক চৌধুরি প্রমুখ।

এসময় সিপিবি সভাপতি বলেন, ‘এ বিষয়ে আমাদের বর্তমান সরকারকে আমি অভিযুক্ত করতে চাই। সংবিধানে বলা আছে— আমাদের রাষ্ট্রের লক্ষ্য কী হবে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে— আমাদের রাষ্ট্র সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে। আমি জানতে চাই শেখ হাসিনার কাছে, আমাদের মুক্তিযুদ্ধের দুশমন আমেরিকা যখন আজকে নতুন করে ভেনেজুয়েলার ওপরে আক্রমণ চালালো, তাহলে কেন আমেরিকার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পার্লামেন্টের প্রথম অধিবেশনে প্রস্তাব গ্রহণ করলেন না।’

তিনি আরও  বলেন, ‘বিশ্বের তেল সম্পদের ওপরে আমেরিকা এবং আমেরিকানদের কোম্পানিগুলো তার চূড়ান্ত নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। আর এজন্য অন্য কেউ যেন আমেরিকার বিরুদ্ধে বেয়াদবি করতে না পারে, তার নমুনা হিসেবে আজকে ভেনেজুয়েলার ওপর হামলা চালাচ্ছে।’

Bootstrap Image Preview