Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, মে ২০২৪ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেপাল-ভুটান ভারতের অংশ,এমনটাই জানেন ট্র্যাম্প!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৭ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাইম ম্যাগাজিন তাদের এক প্রতিবেদনে বলছে, নেপাল ও ভুটান ভারতের অংশ! এতদিন ধরে এমনটাই মনে করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গত শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দক্ষিণ এশিয়া নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এমন কথা বলেন।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, ট্রাম্প দক্ষিণ এশিয়ার মানচিত্রে নেপালকে ভারতের অংশ বলে অভিহিত করেন। তখন পাশ থেকে একজন অফিসার তাকে শুধরে দেন।

তখন 'আত্মবিশ্বাসী' ট্রাম্পের দাবি, ভুটান ভারতের অংশ। ফের তাকে যখন বলা হয় যে ভুটানও একটি পৃথক রাষ্ট্র, তাতে স্পষ্টই বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নানাবিধ অজ্ঞতার পরিচয় এর আগেও একাধিবার পাওয়া যায়। বিশেষ করে দক্ষিণ এশিয়া সম্পর্কে ট্রাম্পের জ্ঞান ভাণ্ডার খুব কম বলেই বিভিন্ন গণমাধ্যম জানায়।

এছাড়া ট্রাম্প এর আগে একবার নেপালকে 'নিপল' ও ভুটানকে 'বাটন' বলেছিলেন।

Bootstrap Image Preview