Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমাদের চেয়েও বড় অফিসার হয়ে গেছ? ক্ষমতা দেখাও?’ সার্ভেয়ারকে ভূমিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় আকস্মীক পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ সময় মন্ত্রী দায়িত্বরত কর্মকর্তাদের কাজের খোঁজ খবর নেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই ভূমিমন্ত্রীর কোন অফিসে প্রথম ঝটিকা সফর বলে জানা গেছে।

সেখানে দুর্নীতিতে অভিযুক্ত এক সার্ভেয়ারকে শাসিয়েছেন প্রতিমন্ত্রী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ওই সার্ভেয়ারের উদ্দেশে মন্ত্রী বলেছেন, খুব বড় বড় অফিসার হয়ে গেছ? আমাদের চেয়েও বড় অফিসার হয়ে গেছ? মানুষকে ক্ষমতা দেখাও?

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২টায় তিনি ভূমি অফিসে প্রবেশ করেন।

সূত্র জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় সেবা নিতে এসে সার্ভেয়ারের কাছে হয়রানির শিকার হন বাঁশখালীর শিহাব উদ্দিন। সার্ভেয়ার পরমেশ্বর চাকমা ফাইল আটকে রেখে নানাভাবে তাকে হয়রানি করছেন বলে অভিযোগ এ সেবাপ্রার্থীর।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি অধিগ্রহণ শাখায় পরদর্শনে এলে মন্ত্রীকে এসব ভোগান্তির কথা জানান তিনি। অভিযোগ শুনেই মন্ত্রী সার্ভেয়ার পরমেশ্বর চাকমাকে ডেকে পাঠান।

এ সময় মন্ত্রী সার্ভেয়ারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফাইল আটকে রাখার প্রবণতা কেনো? মানুষকে ঘুরানো, হয়রানি করা-এসব কেনো? আমরা তো মানুষের সেবা করতে চাচ্ছি।

তিনি বলেন, ‘নিচের লেভেলের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি আমার কাছে, ডিসির কাছে কিংবা এডিসির কাছে কোনো অভিযোগ আসে, নিচের লেভেলে ফাইল স্লো হয়ে যায়। তখন নানা আইন বের হয়ে যায়। এসবের কারণ কি? তোমরা কি অনেক বড় অফিসার হয়ে গেছো? আমাদের চেয়ে বড় অফিসার হয়ে গেছো? মানুষকে ক্ষমতা দেখাও?’

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, একটা মানুষের কত টাকা দরকার। ১২ পার্সেন্ট, ১৫ পার্সেন্ট টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শুনছি আমি। সরকার বেতন দিচ্ছে না? হারামের পয়সা খেয়ে লাভটা কী? পরে তিনি ভুমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে দিয়ে চলে আসেন।

এ সময় তার সাথে জেলা প্রশাসক মো. ইলিয়াাছ হোসেন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview