Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview


বিদ্যালয়ের উন্নয়ন প্রকেল্পর টাকা আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগে তুলে ঠাকুরগাঁওয়ের আখানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেফাউল জামানের বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই বিদ্যালয়ের সামনে স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল করিম, স্থানীয় বাসিন্দা রশিদুল হক, গোলাম রব্বানী, লাইলি বেগম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, আখানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেফাউল জামান বিভিন্ন সময়ে উন্নয়নমূলক প্রকল্পের টাকা গোপনে আত্মসাৎ করেছেন। এ ছাড়াও তিনি ভূয়া অভিভাবক তৈরি করে উপবৃত্তির টাকা উত্তোলন করেই চলেছেন। তাই এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে এ বিদ্যালয় থেকে বরখাস্তের দাবি জানান তারা।

Bootstrap Image Preview