Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক শিমুল হত্যার ২য় বার্ষিকী পালিত

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার ২ বছর পূর্ণ হল। এদিকে শিমুল হত্যা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করার দাবিতে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে আজ রবিবার দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করা হয়। এরপর সকাল দশটায় শাহজাদপুর উপজেলা চত্ত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং সকাল ১১ টায় উপজেলা হলরুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার শুরুতেই নিহত সাংবাদিক শিমুলের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফির সভাপতিত্বে এ স্মরণসভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার ভূমি হাসিব সরকার, সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এ এম আব্দুল আজিজ, দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশ, বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর শাখার সভাপতি অধ্যাপক গোলাম সাকলায়েন, সম্মিলিত সাংস্কৃতিক জোট শাহজাদপুর শাখার সভাপতি কাজী শওকত সহ সিরাজগঞ্জ ও শাহজাদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য,পূর্ব বিরোধের জের ধরে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু গত ২০১৭ সালের ২ ফেব্রয়ারি শাহজাদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারপিট করে হাত পা ভেঙে দেয়। এর জেরে ওই দিন বিকেলে বিজয়ের সমর্থকরা মিরুর মনিরামপুরের বাসায় হামলা চালায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষকালে গুলির ঘটনা ঘটে। সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৩ ফেব্রয়ারী ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

Bootstrap Image Preview