Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুণগত শিক্ষায় শিক্ষিত করতে না পারলে আমরা দায়বদ্ধ থাকবো: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৬ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বলেছেন, আমাদের একটা বড় অংশ যুবক-যুবতি। তারা যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সিলেটের ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবনের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন এসব কথা বলেন।

শিক্ষারমান বৃদ্ধি করে ছাত্র-ছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করতে না পারলে আমরা দায়বদ্ধ থাকবো। আমাদের মত উন্নয়নশীল দেশে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এখন আর হরতাল, অবরোধ, বোমা আতঙ্ক নেই। আমাদের সন্তনেরা নিরাপদে স্কুলে যেতে পারে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে হবে।

এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সিলেটের জেলাপ্রশাসক এম কাজী ইমদাদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদ উলহক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা বক্তৃতা করেন।

Bootstrap Image Preview