Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিল ১০ কেন্দ্রের শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৫ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনই চট্টগ্রাম ও ঢাকা শিক্ষা বোর্ডের অধীন কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে।

জানা জায়, ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এ জন্য কেন্দ্র সচিবদের অবহেলাকে দায়ী করা হচ্ছে।

এসময় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

চট্টগ্রামে যে সাত কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেগুলো হলো- নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়। এছাড়া কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়।

অপরদিকে ঢাকা শিক্ষা বোর্ডের মাদারীপুরের কালকিনিতে একটি, মুন্সীগঞ্জে একটি এবং নেত্রকোনার একটি কেন্দ্রেও এই ধরনের ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।

Bootstrap Image Preview