Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আল্লামা শফীর সাথে সাক্ষাৎ করল তুর্কি প্রতিনিধি দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২ ফেব্রুয়ারি) আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় ওই প্রতিনিধি দল আসেন।

মাদ্রাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি সরওয়ার কামাল জানান, সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি মাদ্রাসায় প্রবেশ করে প্রথমে মাদ্রাসা ক্যাম্পাস ঘুরে দেখেন।

এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী বাজি। দলের অন্য সদস্যরা হলেন- খলিল ইব্রাহিম ইলমাজ, ইউসুফ খারা, নেহাত ওজদেমির ও সানের যে জেভেজি।

মুফতি সরওয়ার কামাল আরও জানান, মাদ্রাসা পরিদর্শন শেষে হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, হেফাজত আমিরের ছেলে মাওলানা মুহাম্মদ আনাস মাদানী, মাওলানা আনোয়ার শাহ, ডক্টর মাওলানা নুরুল আবছার, মুফতি সরওয়ার কামাল ও মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

Bootstrap Image Preview