Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন বর্জন করল এলডিপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ও তাদের শরিক দল বিএনপি’র পদাঙ্ক অনুসরণ করে আসন্ন উপজেলা নির্বাচন বর্জণ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

আজ শনিবার (২ ফেব্রুয়ারি) দলের রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এলডিপি চেয়ারম্যান অলি আহমদ এ ঘোষণা দেন।

অলি আহমদ বলেন, আমরা আর বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না। মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনেও অংশ নেবে না এলডিপি।

কর্নেল (অব.) অলি বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে জনগণ সেটি ভালোভাবে দেখতে পেয়েছে। কারণ এখন দিনের বেলায় ড্রামা হয়, রাতে হয় ভোট।

এদিকে ২০ দলের প্রধান শরিক বিএনপি আগেই ঘোষণা দিয়েছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নিবে না। একই ঘোষণা দিয়েছে ড. কামাল হোসেনের গণফোরাম এবং জাতীয় ঐক্যফ্রন্টও।

এদিকে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও এলডিপির মতো উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ছাড়া বাম গণতান্ত্রিক জোটও উপজেলা নির্বাচনে যাচ্ছে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোট নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে ফলাফল প্রত্যাখ্যান করে। তারাও কারচুপি, জালিয়াতির অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। একই দাবি করেছে ইসলামী আন্দোলনসহ অন্য রাজনৈতিক দলগুলোও।

Bootstrap Image Preview