Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষার প্রথম দিনই অনুপস্থিত ১০ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview


আজ সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, বরিশাল, সিলেট, কৃমিল্লা, মাদরাসা ও কারিগরি বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও ভোকেশনার পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনই ১০৩৮৭ জন অনুপস্থিত ছিল। বহিষ্কার করা হয়েছে ২৪ জনকে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যে এ কথা জানা যায়।

দেশের ১০টি বোর্ডের ৩৪০৪টি কেন্দ্রে ১৭ লাখ ৮৮ হাজার ৩১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৭০৬ জন।

ঢাকা শিক্ষা বোর্ডে ৪ লাখ ৭৪ হাজার ৬৩৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪ লাখ ৭৩ হাজার ২৪১ জন। অনুপস্থিত ১৩৯৬ ও বহিষ্কৃত একজন।

রাজশাহীতে ১ লাখ ৮২ হাজার ৮৬১ জনের মধ্যে ১ লাখ ৮২ হাজার ৯৯ জন। অনুপস্থিত ৭৬২ জন। কুমিল্লায় ১ লাখ ৬৭ হাজার ২৩৬ জনের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬০৫ জন। অনুপস্থিত ৬৩১ জন। যশোরে ১ লাখ ৪৯ হাজার ৯৪৪ জনের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৪৮১ জন। অনুপস্থিত ৪৬৩ জন।

চট্টগ্রামে ১ লাখ ২৫ হাজার ১৬৮ জনের মধ্যে উপস্থিত ১ লাখ ২৪ হাজার ৬৯১ জন। অনুপস্থিত ৪৭৭ জন। সিলেটে ৯০ হাজার ২৩ জনের মধ্যে উপস্থিত ৮৯ হাজার ৭০৫ জন। অনুপস্থিত ৩১৮ জন। বরিশালে ৮৭৬২০ জনের মধ্যে উপস্থিত ৮৭ হাজার ২৩০ জন। অনুপস্থিত ৩৯০ জন।

দিনাজপুরে ১ লাখ ৬৭ হাজার ৩৪৩ জনের মধ্যে উপস্থিত ১ লাখ ৬৬ হাজার ৮০২ জন। অনুপস্থিত ৫৪১ জন। মাদরাসা বিভাগে ২ লাখ ৪৭ হাজার ৪৫২ জনের মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৬৬৪ জন। অনুপস্থিত ৩ হাজার ৭৮৮ জন। কারিগরিতে ১ লাখ ৬ হাজার ৪২২ জনের মধ্যে উপস্থিত ১ লাখ ৪ হাজার ৮০১ জন।

Bootstrap Image Preview