Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে রবিবার থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১১ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩০ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে রবিবার (৩ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলার ৫টি ইউনিয়নে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণের স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে৷

জাতীয় পরিচয়পত্র বিতরণসূচি অনুযায়ী ৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ (সদর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৪ ফেব্রুয়ারি মাইজগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৫ ফেব্রুয়ারি ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৬ ফেব্রুয়ারি উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর ক্রিস্টার লাইট কমিউনিটি সেন্টারে ও ৭ ফেব্রুয়ারি উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনি য়নের জাতীয় পরিচয়পত্র মানিকোনা বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ করা হবে।

প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এজন্য ভোটারকে অবশ্যই তাদের ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, যে সকল ভোটার ২০১৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত ভোটার নিবন্ধিত হয়েছেন এবং ২০১৫ সালে নিবন্ধিত হয়েছে ও জন্মসাল ১৯৯৯ ছিলো তারাও পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র পাবেন।

 

 

Bootstrap Image Preview