Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১ হাজার বছর আগের সিলেবাসে এবারের এসএসসি পরীক্ষা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর প্রথম দিনই পরীক্ষার প্রশ্নে ত্রুটি দেখা দিল। সকাল ১০টায় বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষা শুরু হয়। বহুনির্বাচনী পরীক্ষার 'ক' সেটের প্রশ্নে লেখা ছিল '১০১৯' সালের সিলেবাস অনুযায়ী!

জানা জায়, ত্রুটিপূর্ণ এই প্রশ্নেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। পরীক্ষার প্রশ্নপত্রে এত বড় ভুল কীভাবে হয়, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশ্ন উঠেছে।

রাজধানীর একটি স্কুলের একজন এসএসসি পরীক্ষার্থীর পাঠানো প্রশ্নে দেখা গেছে, বিষয়ের নামের নিচেই তৃতীয় বন্ধনীর ভেতরে লেখা রয়েছে ১০১৯ সালের সিলেবাস অনুযায়ী।

ওই শিক্ষার্থী জানিয়েছে, বহুনির্বাচনী অংশের প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার কেন্দ্রেই অনেক শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে তাদের জানানো হয় প্রিন্টিং মিসটেকের কারণে এ ভুল হয়েছে। এটা ২০১৯ সাল হবে।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Bootstrap Image Preview