Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রশ্ন কিছুটা কঠিন হলেও পরীক্ষা ভালো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫২ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview
ছবি বিডিমর্নিং


রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার ১১’র এ কমরেড মোহাম্মদ ফাহাদ সড়ক। এই পথ ধরে কিছুটা যেতেই চোখে পরে ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অন্যন্য দিনের মতো আজও অনেক অভিভাবক অপেক্ষা করছেন তার সন্তানের জন্য। তবে চোখে মুখে চিন্তার ছাপ, আজ এসএসসি পরিক্ষার প্রথম দিন, বাংলা প্রথম পত্র পরিক্ষা চলছে, কেমন হচ্ছে প্রিয় সন্তানের পরিক্ষা?

ঘড়ির কাঁটায় ১টা বেজে ১ মিনিট, শেষ ঘন্টার আওয়াজের সাথে সাথেই বের হয়ে আসতে শুরু করে পরীক্ষার্থীরা, বিডিমর্নিংয়ের এই প্রতিবেদকের সাথে কথা হয় বেশ কিছু পরীক্ষার্থীর সাথে। তাদের অধিকাংশ পরীক্ষার্থীরাই জানায় ‘প্রশ্ন কিছুটা কঠিন হলেও পরিক্ষা ভালো হয়েছে’।

এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় প্রথম দিন কোরআন মাজিদ ও তাজবিদ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা পরীক্ষা গ্রহণ চলে। এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে এবার পরীক্ষা নেয়া হচ্ছে।

এছাড়াও সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, মাদরাসা শিক্ষা বোর্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা কাকলী স্কুলের ছাত্র আফতাব হোসাইন বিডিমর্নিংকে বলেন, প্রস্তুতি ভালো ছিলো এজন্য পরীক্ষাটাও বেশ ভালো দিয়েছি। তবে সৃজনশীল একটু কঠিন হলোও এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) মোটামোটি সহজ হয়েছে।

বন্ধুদের সাথে এমসিকিউ মিলিয়ে দেখছিলেন জুনিয়র ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী রিফাত। জানতে চাইলে তিনি বিডিমর্নিংকে বলেন, পরীক্ষা ভালোই হয়েছে তবে প্রশ্ন স্বাভাবিকের তুলনায় কিছুটা কঠিন হয়েছে।

কাকলী হাই স্কুলের আরেক শিক্ষার্থী নাফিসা। পরীক্ষা খুব ভালো না হলেও মোটামোটি ভালো হয়েছে জানিয়ে বলেন, প্রশ্নটা মোটামোটি কঠিন ছিলো, সে অনুযায়ী পরিক্ষাটা ভালোই দিতে পেরেছি।

সাথেই ছিলেন তারা বাব নাজমুল কবীর। তিনি বিডিমির্নিংয়ের এক প্রশ্নের জবাবে বলেন, এবারের পরিক্ষায় প্রশ্ন ফাঁসের খবর এখনো শোনা যায়নি, এটা অবশ্য গত কয়েক বছরের তুলনায় ভালো দিক। কিন্ত শিক্ষা ব্যাবস্থার বর্তমান অবস্থা থেকে আরো উন্নতি প্রয়োজন। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনা নিয়ন্ত্রণে অভিভাবকদেরই সবার আগে সচেতন হওয়া দরকার।

কেন্দ্রের বাইরে অপেক্ষারত এক অভিভাবক বিডিমর্নিংকে বলেন, প্রশ্ন ফাঁস হোক বা না হোক, যারা ভালোভাবে পড়াশুনা করে, ভালো প্রিপারেশন নিয়ে পরিক্ষা দেয় তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এছাড়া যারা প্রশ্ন ফাঁসের অপেক্ষায় থাকে তাদের হাতে প্রশ্ন আগে থাকলেও যেমন পরীক্ষা দেবে না থাকলেও একই রকম পরীক্ষা দেবে।

লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন শামিম হোসাইন নাইম। তিনি বলেন, পরীক্ষা একটু কঠিন হলেও সবাই মোটামোটি ভালো দিয়েছি। তবে এবার প্রশ্ন ফাঁস না হওয়ায় আমাদেরকে বিভ্রান্তিতে পরতে হয়নি।

এদিকে সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, আমরা একেবারে নকল ও প্রশ্নফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা শেষ করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। পূর্বের চাইতে এবার আমরা আরও কঠোর অবস্থানে রয়েছি। তাই প্রশ্নফাঁস বা প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বে। কাউকে ছাড় দেয়া হবে না।

প্রশ্নফাঁসের গুজবরটনাকারী কয়েকজনকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যারা ফেসবুকসহ ইন্টারনেটের মাধ্যমে গুজব ছড়াচ্ছে তাদের ওপর নজরদারি বসানো হয়েছে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৮টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে তিন লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরি ভোকেশনাল এক লাখ ২৫ হাজার ৫৯ জন রয়েছে। এবার মোট কেন্দ্রের সংখ্যা তিন হাজার ৪৯৭ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি। এছাড়াও বিদেশি ৮টি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন্য পরীক্ষার্থী রয়েছে।

Bootstrap Image Preview