Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অতিমাত্রায় অ্যালকাহল পান, সাংবাদিকসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১২ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


রাজশাহীর বাঘা উপজেলায় অতিমাত্রায় রেকটি ফাইড (স্পিরিট) অ্যালকোহল পানে বিষক্রিয়ায় সাংবাদিকসহ দুজনের মৃত্যু হয়েছে। ওই দুই ব্যক্তি হলেন- এস এম সেলিম আহম্মেদ ভান্ডারী (৩৪) ও তার বন্ধু শ্রী রনি সরকার (৩৫)।এর মধ্যে রনি নিজ বাড়িতে এবং সেলিম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রনি সরকার ও রাত ১১টার দিকে সেলিম আহম্মেদ মারা যান। এ ঘটনায় মাজেদুর রহমান নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তার হোমিও হল থেকে এক কাটুন অ্যালকাহলসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

এদিকে এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া মিঠন (৩৬) বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, রনি মারা যাওয়ার খবর পেয়ে তিনি সকালে তাকে দেখতে যান। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাবা গনি প্রাং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেলিম ভান্ডারি বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায়দিন এবং রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া তিনি একাত্তর টিভির বাঘা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। অপরজন রনি সরকার সেলিমের পাশের গ্রাম আটঘরি এলাকার বাসিন্দা।

নিহত সেলিমের চাচা কায়েম উদ্দিন জানান, বুধবার রাতে বাসায় ফিরে অসুস্থ্য হয়ে পড়েন সেলিম। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে বাঘা স্বাস্থ্য কমপেক্সে এরপর রামেক হাসপাতালে নিলে রাত সাড়ে ১১টায় ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেলিম ভান্ডারীর স্ত্রী সোনিয়া জানান, বুধবার রাতে বাড়ি ফিরে সেলিম অসুস্থতাবোধ করেন। এ সময় কারণ জানতে চাইলে তিনি মনিগ্রাম বাজারে বসে বন্ধু রনি এবং মিঠনের সঙ্গে রেকটি ফাইড (স্পিরিট) অ্যালকোহল পান করার কথা স্ত্রীকে জানান। তার শারীরিক অসুস্থতা আরও বাড়লে তাকে পরদিন সকালে হাসপাতালে নেওয়া হয়। এর কিছু সময় পর সেলিমের স্ত্রী লোকমুখে শুনতে পান তার স্বামীর বন্ধু রনি সরকার মারা গেছেন। তার ধারণা, ওই স্প্রীডের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তার স্বামীকে খাওয়ানো হয়েছিল।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীন আলী বলেন, সেলিম ভান্ডারী ও রনি বুধবার রাতে মনিগ্রাম বাজারের নিরাময় হোমিও হল ফার্মাসিতে বসে অতি মাত্রায় অ্যালকাহল মিশ্রিত (স্পিরিট) পান করেন। এরপর তারা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকালে নিজ বাড়িতে রনি সরকার মারা যায় এবং সাংবাদিক সেলিককে বাঘা হাসপাতাল থেকে রামেক হাসপাতালে নিলে রাত ১১ টার সময় তিনিও মারা যান। প্রাথমিক তদন্ত, চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে দেওয়া সেলিম ভান্ডারীর জবানবন্দি এবং সুরতহাল প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মনিগ্রাম বাজারের নিরাময় হোমিও হলের মালিক ও হোমিও চিকিৎসক মাজেদুর রহমানকে শুক্রবার দুপুর ১২টার দিকে মনিগ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

Bootstrap Image Preview