Bootstrap Image Preview
ঢাকা, ০৩ সোমবার, জুন ২০২৪ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজালাল বিমানবন্দরে লাগেজ ভাঙা পার্টির কবলে নৃত্যশিল্পী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৬ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ভাঙা পার্টির কবলে পড়েছেন হেনা হোসাইন নামে এক নৃত্যশিল্পী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

জানা যায়, ব্যাংককে থাইল্যান্ড ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে অংশগ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজি-০০৮৯ ফ্লাইটের ২১-ই সিটে চড়ে ব্যাংকক থেকে ঢাকায় আসেন হেনা হোসাইন। সেখানেই তার লাগেজ ভাঙার ঘটনা ঘটে। এসময় তার মূল্যবান আইপ্যাড ও দামি মেকআপ বক্সসহ অনেক কিছু নিয়ে গেছে লাগেজ কাটা চক্র।

এ ঘটনায় বিমান প্রতিমন্ত্রীর দৃষ্টি কামনা করে তার মালামাল ফেরতসহ বিমানের চোর কর্মচারীদের শাস্তি দাবি জানান এ নৃত্যশিল্পী।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারপোর্ট সার্ভিসের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদার বলেন, এখনো এ বিষয়ে কিছু জানি না আমি।দায়িত্বরতদের কাছ থেকে ঘটনা শুনে পরে জানাতে হবে।

ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী শিল্পী হেনা হোসাইন জানান, থাইল্যান্ড ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে অংশ নিয়ে বৃহস্পতিবারের ফ্লাইটে আমরা ১৩ জন দেশে ফিরি। সেখান থেকে সবাই কমবেশি কেনাকাটা করি। ফিরতি ফ্লাইটে একটি নতুন লাগেজে ব্যাংকক থেকে কেনা মূল্যবান আইপ্যাডসহ বেশ কিছু মালামাল ছিল। ঢাকায় নেমে ইমিগ্রেশন পর্ব শেষে কনভেয়র বেল্টে এসে দেখি আমার লাগেজটির নাম্বার লক ও ম্যানুয়াল লক দুটি ভাঙা। খুলে দেখা গেলো আইপ্যাড, ব্র্যান্ডের মেকআপ বক্সসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট হয়েছে।

তিনি আরও জানান, বিমানের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার লোকজন এসে আমাকে একটি ফরম পূরণ করে দিয়ে যেতে বলেন। আমি তাদের কথা মতো সেটি করেছি। এখন আমার জিনিস ফিরে পাব কিনা জানি না।

Bootstrap Image Preview