Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপিকে নাসিমের অনুরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


বিএনপিকে সংসদে আসার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, রাগ-অভিমান বেশিদিন থাকবে না, তারা পার্লামেন্টে আসবে। তাদের অনুরোধ করছি, আসুন সংসদে। না হলে বড় সুযোগ হারাবেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এই প্রবীণ রাজনীতিবিদ বলেন, যাকে নিয়ে শঙ্কা ছিল, সেই ডোনাল্ড ট্রাম্পও স্বীকৃতি জানিয়েছে। কোথাও আর শঙ্কা নাই। নির্বাচন নিয়ে প্রশ্ন না তুলে পার্লামেন্টে যান। আমাদের চাপে রাখেন। দেশের উন্নয়ন হবে। আসুন, কথা বলুন, সমালোচনা করুন। ভুল-ত্রুটি ধরিয়ে দেন। আমরা চাই না সংঘাত থাকুক। সংসদে উত্তাপ তৈরি করুন।

নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ। বিএনপি যেন আওয়ামী লীগ থেকে শিক্ষা নেয় কীভাবে নির্যাতন সহ্য করতে হয় বলেও জানান প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম।

Bootstrap Image Preview