Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আল্লামা শফির সাথে সাক্ষাত করে দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১০ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১০ PM

bdmorning Image Preview


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সুচারুরূপে আঞ্জাম দেয়ার জন্য আমি হুজুরের কাছে দোয়া চাইতে এসেছি। তিনি বিশেষভাবে দোয়া করেছেন এবং ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে করার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমন্ত্রিত হয়ে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

সেখানে আসাদুজ্জামান খাঁন কামাল জুমার নামাজ পড়েন। নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেখানে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বিকেল তিনটার দিকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস, ডিআইজি রুকনুদ্দিন, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা আনাস মাদানী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

Bootstrap Image Preview