Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন’

মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়ে দেশে নজির সৃষ্টি করেছেন। তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। তিনি আল্লাহ ওয়ালা মানুষদের ভালবাসেন। তাই প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন। আরবী বিশ্ববিদ্যালয় করেছেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা দ্বীনের প্রচার করে, তারা জঙ্গিবাদে জড়াতে পারে না। ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখেন। তারা জঙ্গিবাদ নয়, দ্বীনের প্রচারে কাজ করেন।

মন্ত্রী আরও বলেন, একসময় দেশে জঙ্গী ও সন্ত্রাস করে দেশকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু দেশের শান্তিপ্রিয় মানুষ তা হতে দেয়নি। দেশে সুখ শান্তি অব্যাহত রাখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সকলের সহযোগীতা কামনা করেন।

মাদ্রাসার পরিচালক মাওলানা সালাউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে উপস্তিত ছিলেন, আ.লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এইচ.এম আবু তৈয়ব, এম আর আজিম, মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক, মিসর থেকে আগত শেখ হায়তন মোস্তাফা, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

মন্ত্রী সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ফটিকছড়ি পৌঁছান। তিনি সাবেক সাংসদ মরহুম নুরুল আলম চৌধুরীর কুলখানিতে অংশ নেন। বিকেলে মন্ত্রী সড়কপথে হাটহাজারীতে হেফাজতের আমির মাওলানা আহমদ শফির সঙ্গে বৈঠক করেন।

Bootstrap Image Preview