Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘রোহিঙ্গা ইস্যুতে সবসময় প্রধানমন্ত্রীর পাশে থাকবে মালয়েশিয়া’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩০ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


রোহিঙ্গা ইস্যুতে সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে থাকবে মালয়েশিয়ান সরকার বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার এইচ ই নুর আশিকিন তাইব।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মালয়েশিয়ান হাইকমিশনার নবনির্মিত হাসপাতালে এলে স্থানীয় এনজিও সংস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধী সমাজ তাকে ফুলের শুভেচ্ছা জানান। 

হেল্থ কেয়ার সেন্টার কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি বলেন, রোহিঙ্গা ও স্থানীয়দের সেবায় এখানে আরও ২টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত জনপদ পালংখালী ইউনিয়নের জামতলী ১৫নং ক্যাম্পে মালয়েশিয়া ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৭ সালের ২৫ আগস্টের পরে রোহিঙ্গারা যখন এদেশে পালিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নেয় তখন নিপীড়িত রোহিঙ্গাদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তাদের শারীরিক অবস্থার অবনতি উত্তরণের জন্য এগিয়ে আসে মালয়েশিয়া সরকারের চিকিৎসক প্রতিনিধি দল। তারা বিভিন্ন ক্যাম্পে পরিশ্রম করে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা প্রদান করেছেন। এদের পাশাপাশি অন্যরাও স্বাস্থ্য সেবা দিয়ে থাকলেও মালয়েশিয়ান চিকিৎসক প্রতিনিধি দলের উন্নত চিকিৎসা ব্যবস্থা রোহিঙ্গাদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। সেই ধারা অব্যাহত রাখতে চেষ্টা চালাচ্ছে মালয়েশিয়া সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট্রের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান, পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রকল্প ও গবেষণা বিভাগীয় প্রধান ডা. ওমর শরীফ ইবনে হাসান, সহযোগী অধ্যাপক হানাফি রামলি, ফিল্ড কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম সোহাগ, ইন্টারনাল অডিট অফিসার মো. আরমান হোসাইন, স্থানীয় হাসপাতাল প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগী আব্দুল আজিজ। উদ্বোধনের পর তিনি ক্যাম্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

Bootstrap Image Preview