Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে তৃণমূলের ভোটে নৌকার মাঝি হলেন ফারুক সরকার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়মী লীগের কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে প্রতিটি উপজেলায় দলীয় প্রার্থী বাছাই চলছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তৃণমূল নেতাদের ভোটে নৌকার মাঝি হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) চৌহালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ আব্দুল মমিন মন্ডল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আওয়ামী লীগ, এনায়েতপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রার্থী বাছাইয়ের জন্য চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তৃণমূল নেতাদের ভোটে চেয়ারম্যান পদে মোঃ ফারুক হোসেন সরকার ১১৯ ভোট, মোঃ তাজ উদ্দিন ৯৩ ভোট, ভাইস চেয়ারম্যান পদে মোল্যা মোঃ বাবুল আক্তার ১১৩ ভোট, রেজাউল করিম সরকার ৩৯ ভোট, আব্দুর রউফ সিরাজী ৩৪ ভোট ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার ১০৯ ভোট, রাফেজা সুলতানা ৩২ ভোট এবং নাজমা ইসলাম ১৭ ভোট পান।

Bootstrap Image Preview