Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে স্বাস্থ্যকর্মকর্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


টানা তিন বছর যাবত কর্মস্থলে অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল তবিয়তে আছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ তরফপুর ইউনিয়নের আওতাধীন তরফপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সহকারী সার্জন ডা. রেজোয়ানা ইসলাম। বর্তমানে তিনি কোথায় আছেন সে ব্যাপারে সংশ্লিষ্ট কেউ জানাতে পারেনি।

জানা যায়, বিগত ২০১৩ সালের ১৪ আগস্ট ডা. রেজোয়ানা ইসলাম স্বাস্থ্য অধিদফতর ঢাকা বিভাগের এক পরিপত্র জারির মাধ্যমে মেডিকেল অফিসার হিসেবে বদলি হয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন তরফপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন। কিন্তু তিনি গত ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি হতে বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে ।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, তার অনুপস্থিতির বিষয়টি ৭ মাস পর সেই বছরই ২০১৬ সালের ২০ অক্টোবর টাঙ্গাইল সিভিল সার্জনকে অবহিত করেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান সত্যতা নিশ্চিত করে জানান, ডা. রেজোয়ানা ইসলামের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. নিতিশ কান্তি দেবনাথ বলেন, বিনা আবেদনে অনুপস্থিত থাকার বিষয়টি মহাপরিচালক স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয়ের শৃঙ্খলা শাখা থেকে তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

Bootstrap Image Preview