Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলমের দাফন সম্পন্ন

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০১ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম ছাত্তারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার সময় জীবননগর পৌর ঈদগা ময়দানে গার্ড অপ অনার প্রদান শেষে পৌর কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।

গার্ড অপ অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবু মোঃআঃ লতিপ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ গনি মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জীবননগর উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নিজ বাসভবনে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী .৩ ছেলে  এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কমান্ডার সামসুল আলম ছাত্তার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মিয়ার পুত্র।

এদিকে সাবেক  মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুলআলম ছাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এম আর বাবু, সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদসহ স্থায়ী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Bootstrap Image Preview