Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজবাড়ীতে ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশে দিলেন মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৬ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৬ AM

bdmorning Image Preview


রাজবাড়ীর গোয়ালন্দে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশে সোপর্দ করেছেন এক মা।গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত আরিফ শেখ (২৫) নামের ওই ছেলেকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ ও আরিফের পরিবার সূত্রে জানা যায়, দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চর পাচুরিয়া গ্রামের মৃত হাচেন শেখের ছেলে আরিফ শেখ নেশার টাকার জন্য নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

নেশার টাকা জোগাড় করার জন্য বাড়ির জিনিসপত্র বিক্রি ও প্রতিবেশীদের বাড়িতে চুরি করাও শুরু করেন। এমনকি বৃদ্ধা মাকে মারধর করতেন তিনি। এই অবস্থায় গতকাল দুপুরে আরিফের মা মাজেদা বেগম থানায় হাজির হয়ে এর প্রতিকার চান। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ওই যুবককে নিজ বাড়ি থেকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আরিফ শেখকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।

মাজেদা বেগম জানান, তার স্বামী অনেক বছর আগে মারা গেছেন। অনেক কষ্টে ছেলেকে বড় করেছেন। সম্প্রতি সেই ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার জন্য আরিফ প্রায়ই মাকে মারধর করতেন। স্বামীর পেনশনের সামান্য টাকা কেড়ে নেওয়া ছাড়াও ঘরের আসবাবপত্র বিক্রি করে মাদকসেবন শুরু করেন।

তিনি বলেন, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশে দিয়েছি। তবে আরিফের টানা দুই বছরের সাজা হলে আমি খুশি হতাম। কারণ তাতে ছেলেটা হয়ত মাদক ছেড়ে দিত।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী আরটিভি অনলাইনকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সকল মাকদসেবীর তালিকা তৈরির কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশান নেয়া হবে।

Bootstrap Image Preview