Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে পুলিশ পরিচয়ে ২ সহোদরকে তুলে নেয়ার অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৪ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে দুই ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ দুই সহোদরের বাবা বুধবার রাতে ধুনট থানায় একটি সাধারণ ডাইরি করেছে। 

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চরখুকশিয়া গ্রামের রেজাউল করিমের দুই ছেলে রবিউল ইসলাম (২৫) ও শাহরিয়ার আক্তার সৌরভ (১৮)। রবিউল ইসলাম নরসিংদির একটি পোষাক তৈরী কারখানার কর্মী এবং তার ছোট ভাই শাহরিয়ার আক্তার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেতগাড়ী মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। গত ২৩ জানুয়ারি দুই ভাই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বাবার বাড়ি চরখুকশিয়া গ্রামে আসে।

এ অবস্থায় ২৮ জানুয়ারি রাত দেড়টার দিকে পুলিশের পরিচয়ে সাদা পোষাকধারী কয়েকজন লোক রেজাউলের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে রবিউল ও শাহরিয়ারকে একটি মাইক্রোবাস যোগে তুলে নিয়ে যায়। এর পর থেকে গত তিন দিনে আর তাদের কোন সন্ধান মিলছে না। এ ঘটনায় গৃহকর্তা রেজাউল করিম ধুনট থানায় একটি সাধারণ ডাইরি করেন।

রেজাউল করিম বলেন, আমার ছেলেরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। এ অবস্থায় আমার দুই ছেলেকে কেন পুলিশের পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা আমি এখন পর্যন্ত জানতেও পারছি না। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কে বা কারা পুলিশের পরিচয় দিয়ে রেজাউল ইসলামের দুই ছেলেকে তুলে নিয়ে গেছে তা আমার জানা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তথ্য উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Bootstrap Image Preview