Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে সভায় আসেননি সুলতান মনসুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গণফোরামের প্রস্তুতি সভায় অনুপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

বুধবার রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভা থাকলেও সেখানে দেখা যায়নি তাকে।

এর আগে শপথ নেয়ার বিষয়ে সুলতান মনসুর বলেন, গণফোরাম শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। আর নেতিবাচক সিদ্ধান্ত নিলেও তিনি শপথ নেয়ার সিদ্ধান্তে অনঢ় থাকবেন। এক্ষেত্রে প্রয়োজনে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন। এক্ষেত্রে আওয়ামী লীগ যদি তাকে ডাকে তাহলে তিনি তা চিন্তা করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি আমাকে ডাকে তা হলে চিন্তা করতে পারি। কারণ আমাকে তো আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়নি।

তিনি কোনো দলে যোগদান করেননি উল্লেখ করে সুলতান মনসুর বলেন, আওয়ামী লীগ থেকে আমাকে কেউ বের করে দেয়নি। আর আমি কোনো দলে যোগদানও করিনি। আমি বঙ্গবন্ধুর সৈনিক। গণফোরাম থেকে নির্বাচনে গেছি। কারণ গণফোরামে বঙ্গবন্ধুর চিন্তার মিল আছে।

এর আগে গণমাধ্যমে সুলতান মনসুর বলেছিলেন, আমরা কখনও বলিনি শপথ নেব না। ড. কামাল হোসেনও বলেছেন- শপথ নেয়ার ব্যাপারে আমরা ইতিবাচক। আর এটিই আমাদের কথা।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রস্তুতি সভা শুরু হয়েছে। সভায় সুলতান মনসুর না আসলেও দলটি থেকে নির্বাচিত আরেক এমপি মোকাব্বির খান এসেছেন। এছাড়াও উপস্থিত আছেন নির্বাচনে অংশ নেয়া রেজা কিবরিয়া,আবু সাঈদ,সুব্রত চৌধুরী।

গণফোরাম সূত্রে জানা যায়, সুলতান মনসুরকে দাওয়াত দেয়া হয়েছিল। কিন্তু তিনি আসেননি।

গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে নির্বাচিত এই দুই ব্যক্তি বলে আসছেন, তারা শপথের বিষয়ে ইতিবাচক। যদিও জাতীয় ঐক্যফ্রন্ট শুরু থেকেই বলে এসেছে, একাদশ জাতীয় সংসদে তাদের নির্বাচিতরা অংশ নেবেন না।

সোমবার (২৮ জানুয়ারি) গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন,‘গণফোরামের সংসদে যোগ দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি। গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্টের কোনও সদস্যের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে।’

প্রসঙ্গত, স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে তিনি গত ১৯ জানুয়ারি রাতে সিঙ্গাপুর গিয়েছিলেন ড. কামাল। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দেশে ফেরেন তিনি। এরপর বুধবার সংবাদ সম্মেলন ডাকলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় পায়। জাতীয় ঐক্যফ্রন্ট পায় ৮টি আসন। নির্বাচনের দিন রাতেই ভোট ডাকাতির ও ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।

Bootstrap Image Preview