Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হত্যার ৪ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহত বাংলাদেশী ওমিদুল ইসলামের (৩৬) লাশ ৪ দিন পর ফেরত দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নাস্তিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয় বিএসএফ। নিহত ওমিদুল ইসলাম উপজেলার নাস্তিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।  

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিাচলক লে: কর্ণেল ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গত সোমবার সকালে নাস্তিপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে বাংলাদেশী নাগরিক ওমিদুলের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। তাকে অজ্ঞাত দূর্বৃত্তরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে ভারতের কৃষ্ণনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে বাংলাদেশী ওমিদুলের লাশ ফেরত চেয়ে ঘটনার দিনই সীমান্তে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছিলো ময়না তদন্তের পরই লাশ হস্তান্তর করা হবে। কিন্তু ঘটনার তিন দিন পার হলেও নিহতের লাশ ফিরত দিতে নানা টালবাহানা করতে থাকে বিএসএফ। বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকেও দফায় দফায় বৈঠকসহ কড়া প্রতিবাদ পত্র পাঠানো হয়। অবশেষে নিহতের চার দিন পর বৃহস্পতিবার নিহত বাংলাদেশী ওমিদুলের লাশ ফেরত দিতে সম্মত হয় ভারতীয় সীমান্তরক্ষী।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিাচলক লে: কর্ণেল ইমাম হাসান জানান, লাশ ফেরত দিতে সম্মত হলে বৃহস্পতিবার দুুপরে লাশ হস্তান্তরের আগে সীমান্তের জিরো পয়েন্টে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মতিয়ার রহমান, সাথে ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বিজয়নগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুরেন্দ্র সিং ও কৃষ্ণনগর থানার ওসি তন কুমার। প্রায় আধাঘন্টাব্যাপি বৈঠক শেষে বিএসএফ বিজিবির কাছে নিহতের লাশ হস্তান্তর করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, বিএসএফের কাছ থেকে ওমিদুলের লাশ গ্রহনের পর তা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview