Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ৩০৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৭:০১ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৭:১১ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০৯ বোতল ফেনসিডিলসহ বাবলু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

বৃহম্পতিবার(৩১ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটককৃত ফেনসিডিল ব্যবসায়ী জীবননগরের কাশিপুর গ্রামের মৃত. সাদেক আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প থেকে জানানো হয়, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকসদল বৃহম্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানকালে র‌্যাব সদস্যরা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকা থেকে ৩০৯ বোতল ফেনসিডিলসহ বাবলু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত ফেনসিডিলসহ গ্রেফতারকৃত আসামী বাবুলকে জীবননগর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) টেবিলের ৮(গ) ধারার মামলা করা হয়। 

Bootstrap Image Preview