Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়র আরিফের উপস্থিতিতে চায়না মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এবার শহরের আম্বরখানা পয়েন্টে অবস্থিত চায়না মার্কেটের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেললেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে মেয়রের উপস্থিতিতে মার্কেটের সামনের দখলকৃত ফুটপাত অংশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

এসময় আম্বরখানা এলাকার চারপাশের ফুটপাত থেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের পর তাদের যাবতীয় মালামাল জব্দ করা হয়।

উচ্ছেদ অভিযানকালে মেয়র আরিফুল হক চৌধুরী স্থানীয় বলেন, সিলেট হচ্ছে একটি পর্যটন নগরী। হযরত শাহজালাল (রহ.) শাহপরাণ (রহ.) সহ ৩৬০ আউলিয়ার এই পূণ্যভূমিতে প্রতিদিন দেশি-বিদেশি হাজারো পর্যটক বেড়াতে আসেন। নগরীর প্রতিটি এলাকা শৃঙ্খলার মধ্যে থাকলে সিলেট হবে একটি স্মার্ট সিটি। তাই এই নগরী পরিষ্কার-পরিছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব।

এসময় অন্যান্যদের মধ্যে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, সৈয়দ তৌফিকুল হাদী, সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব, উপ সহকারী প্রকৌশলী মো. তানভীর আহমদ তানিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview