Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝাঁড়ু হাতে বিদ্যালয় পরিষ্কার করলেন জেলা প্রশাসক

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৪:৫৮ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষে এবার ঝাঁড়ু হাতে নিয়ে বিদ্যালয় চত্বর পরিচ্ছন্নতার কাজে নামলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। 

আজ বৃহস্পতিবার পৌর শহরের শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

সকালে বিদ্যালয় চত্বরে গিয়ে তিনি প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে ঝাড়ু হাতে কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), প্রদীপ সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, সদর উপজেলার উপজেলার সহকারি শিক্ষা অফিসার সোলেমান মিয়া, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

জানা গেছে, এসডিজি অর্জনের জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণে পরিষ্কারে পরিছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের গড়ার লক্ষ্যে এ কার্যক্রম। এছাড়াও সুপেয় পানি, স্যানিটেশন ব্যবস্থা করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত পরিপত্রের আলোকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিদ্যালয়গুলোর পরিষ্কার পরিছন্নতার কাজ করা হবে বলে জানা যায়।  

Bootstrap Image Preview