Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

বাতেন আহমেদ
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview


শিক্ষা কার্যক্রম ব্যাহত না করে প্রতি বৃহস্পতিবার সারা দেশের ন্যায় রাজশাহীতে সব প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের। তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন ঝাড়ু দেন ও অবর্জনা পরিস্কার করেন।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে ২৫টি নির্দেশনা রয়েছ।

উল্লেখযোগ্য নির্দেশনা হলো শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্ন পোশাকে বিদ্যালয়ে আসা, শ্রেণিকক্ষের সামনে প্রয়োজনীয় সংখ্যক পাত্র রাখা ও তাতে ময়লা আবর্জনা ফেলা, শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল বেঞ্চ-ব্ল্যাকবোর্ড-হোয়াইটবোর্ড ইত্যাদি পোরিস্কার রাখা।

এ ক্ষেত্রে যে শিক্ষার্থীদের অবদান বেশি হবে তাদের এবং শ্রেষ্ঠ পরিচ্ছন্ন প্রাথমিক বিদ্যালয় বাছাই করে পুরস্কারের ব্যবস্থা করবে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসন। এসব বিষয় প্রতিপালনে ব্যর্থ প্রধান শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।

Bootstrap Image Preview