Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


একাদশ সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোটেক ফজলে রাব্বি মিয়াসহ সংসদের চীপ হুইপ এবং হুইপবৃন্ধরা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে এই শ্রদ্ধাজ্ঞাপন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সবাই।

শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্রসহ নির্বাচিত সদস্যদের সমানভাবে সুযোগ দিয়ে পরিচালনা করতে চান। পাশাপাশি এবারের সংসদ একটি কার্যকরী সংসদ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, গণতন্ত্রের অভিযাত্রা ও সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। সেই অভিযাত্রাকে সামনে এগিয়ে নিতে সরকার দলীয় এবং বিরোধী দলের সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের ধারায় আরো এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে জনগণকে বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দেবো।

Bootstrap Image Preview