Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় আ’লীগের একক প্রার্থী হামিদুল হক চৌধুরী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে উখিয়ায় মিনি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নের এ ভোট অনুষ্ঠিত হয়।

উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগের ১৪৩ জন নেতা একক প্রার্থী নির্বাচনে শেষ পর্যন্ত ব্যালেটের আশ্রয় নেয়। সে দিন রাত ১০ টার দিকে সকলের উপস্থিতিতে উক্ত মিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির নিদের্শনা অনুযায়ী উখিয়া উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা সোমবার বিকেলে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ সভাপতি/সম্পাদক ও ওয়ার্ড আ’লীগের সভাপতি/সম্পাদকগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের জন্য মতামত চাওয়া হয়। এতে চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীতা ঘোষণা করেন। অবশেষে রাত ৮ টার দিকে কোন ধরনের সমঝোতা না হওয়ায় সরাসরি ব্যালেটের মাধ্যমে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আ’লীগের ৬৭ জন, ইউনিয়ন আ’লীগের ১০ জন ও ওয়ার্ড আ’লীগের ৯০ জন সহ ১৬৭ জন নেতাকর্মী ভোট দেওয়ার কথা। শেষ পর্যন্ত ভোট গৃহিত হয়েছে ১৪৩ ভোট। তৎমধ্যে চেয়ারম্যান পদে উখিয়া উপজেলা আ’লীগ সভাপতি ও বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী সর্বোচ্চ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী একই কলেজের প্রভাষক কক্সবাজার জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী পেয়েছেন ২৫ ভোট এবং উখিয়া আ’লীগের সহ-সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম পেয়েছেন ২৪ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উখিয়া আ’লীগের সহ-সম্পাদক নুরুল হুদা পেয়েছেন ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী উখিয়া আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব পেয়েছেন ৫১ ভোট ও এডভোকেট অনিল কান্তি বড়–য়া পেয়েছেন ২৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হলদিয়াপালং ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের স্ত্রী কামরুন্নেছা বেবি পেয়েছেন সর্বোচ্চ ৮১ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দী রত্নাপালং ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পুতুল রাণী বড়–য়া পেয়েছেন ৩৪ ভোট।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে উখিয়া উপজেলা আ’লীগের মতো একটি সুশৃঙ্খল ও দক্ষ সংগঠন খুবই বিরল। নিজেদের দলের অভ্যন্তরে নেতাকর্মীরা সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের আগামী দিনের জনপ্রতিনিধি ও নেতা নির্বাচনের যে বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন তা সত্যিই অতুলনীয়। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উখিয়া উপজেলায় ঘোষিত একক প্রার্থীদের পক্ষে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ ভাবে শক্তিশালী হয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান সকল নেতাকর্মীরা।

Bootstrap Image Preview