Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেকর্ডিংয়ের ভয়ে মোবাইল ছেড়ে আইপিতে ছাত্রদল নেতারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ১২:৩৭ PM

bdmorning Image Preview


নিজেদের মধ্যে যোগাযোগে মোবাইল ফোনের ব্যবহার সীমিত করছে বিএনপির ছাত্রবিষয়ক সংগঠন ছাত্রদল।কথোপকথন রেকর্ড হতে পারে, এই আশঙ্কায় বভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করছেন তারা। এছাড়া মোবাইলের বদলে বলে আইপি (ইন্টারনেট প্রটোকল) ফোনে কথা বলছেন সংগঠনটির শীর্ষ নেতারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর্পে ফিরে আসার স্বপ্ন ছিল বিএনপির। কিন্তু নির্বাচনে ভরা ডুবির পর সেই সপ্ন ভেঙ্গে গেছে বিএনপির। এখন অনেকটাই নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে দলটি। একই দশা রাজনীতির মাঠে ৯০ দশকের দাপুটে সংগঠন ছাত্রদলেরও।

ছাত্রদলের একাধিক নেতা জানান, দলের কার্যক্রম ঠিক রাখতে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করাটা জরুরি হলেও বর্তমান প্রেক্ষাপটে তা কঠিন হয়ে পড়েছে। দেশীয় অপারেটরের সিম ব্যবহার করে ফোন ব্যবহার করলেই ধরা পড়ার আশঙ্কা। যে কারণে নিজেদের আড়াল করতে আইপি ফোন কিংবা অ্যাপভিত্তিক কলিং সেবার দ্বারস্থ হচ্ছেন।

পুলিশের কাজে বাধা দেওয়া থেকে শুরু করে নাশকতার অন্তত ৫৫টি মামলা নিয়ে অনেকটাই পর্দার আড়ালে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন। তিনিও যোগাযোগের জন্য আইপি ফোনের আশ্রয় নিয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিনহাজ ভুইয়া বলেন, ‘দেশীয় মোবাইল অপারেটরদের নম্বর ব্যবহার করলে বিভিন্ন প্রকার হয়রানি ও ঝামেলার মুখোমুখি হতে হয়। হয়রানি থেকে বাঁচতেই এ পন্থা অবলম্বন করা হয়েছে।’

ছাত্রদলের নেতাদের আইপি ব্যবহারের বিষয়টি পুলিশের জানা এবং এ বিষয়ে তাদের নজরদারিও রয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান।

তিনি বলেন,  ‘আমরা এটা আগে থেকেই জানি। শুধু ছাত্রদল নয়, বিভিন্ন রাজনৈতিক নেতারা হোয়াটসঅ্যাপ এবং আইপি নম্বর ব্যবহার করে সহিংসতা এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে। মাঝেমধ্যে আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতারও করি।

আসলে দেশীয় নম্বর থাকতে যারা এসব বিদেশি বিকল্প নম্বর ব্যবহার করে, তাদের উদ্দেশ্য খারাপ বলেই তারা এটা করে। আমরা আগেই অভিযোগ পেয়েছি ছাত্রদলের শীর্ষ নেতারা আইপি ব্যবহার করে। যে কারণে বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে।’

Bootstrap Image Preview