Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় গৃহবধূর ধর্ষণকারী মনিরুল গ্রেফতার

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ধর্ষক মনিরুল সরদারকে গ্রেফতার করেছে তালা থানার পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মাগুরার নয়নামারীর বেড়িবাঁধের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আফছার সরদারের পুত্র মনিরুল ২৬ জানুয়ারি গভীর রাতে তালা উপজেলার বালিয়াদহ গ্রামের দুই সন্তানের জননীকে ঘরের শিকল ভেঙে সন্তানদের হত্যা করবে বলে হুমকি দিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় ধর্ষিতার ডাক চিৎকার ও শিশু কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে ইটভাটায় কাজ করতে যাওয়া ধর্ষিতার স্বামী ফিরে এসে পরের দিন ২৭ জানুয়ারি তালা থানায় মনিরুলকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং- ১২/১৯। মামলার ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ এর ৯(১)।

মামলায় আরো উল্লেখ করা হয়, এর আগেও মনিরুল তার স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত। ঐ সময় বিষয়টি স্থানীয়দের জানালে সে তার ও তার স্ত্রী-স্বজনদের প্রতি আরো বেশি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে করে। সর্বশেষ তার অনুপস্থিতির সুযোগে কৌশলে ঘরের শিটকানি খুলে ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করে।

এলাকাবাসী জানায়, আটকৃত মনিরুলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চোরাচালানের অভিযোগ রয়েছে। সর্বশেষ ধর্ষণের ঘটনায় মামলা হলেও বাড়ি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, গত ২৭ জানুয়ারি থানায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে একটি মামলা করেছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে আসামিকে গ্রেফতার করে করে জেল-হাজতে প্রেরণ করেছি।

Bootstrap Image Preview