Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:৫৮ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রাম উপজেলার স্থানীয় বাসস্ট্যান্ডের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ (সওজ) অধিদফতর। মহাসড়কের জায়গা দখলমুক্ত করতে তিন দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (৩০ জানুয়ারি) সকালে সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরের উপ-সচিব ও ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা মাহাবুব রহমান ফারুকীর নেতৃত্বে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান।

সওজ কর্তৃপক্ষ জানান, বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট এলাকা থেকে রনবাঘা বাজার পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ এর অংশ হিসেবে তিন দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে। এবার তারা টেকসই উচ্ছেদের দিকে নজর দিচ্ছে।

এ দিকে ক্ষতিগ্রস্থদের দাবি, একটু সময় দিলে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল অন্যত্র সড়িয়ে নিতে পারতেন। তারা অভিযোগ করে বলেন, আগে থেকে যদি উচ্ছেদের বিষয়ে তাদের অবগত করা হতো তাহলে এই ক্ষতির সম্মুখীন হতে হতো না।

এ ব্যাপারে বগুড়া সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, অবৈধভাবে গড়ে ওঠা ৬০০ স্থাপনার মালিকদের স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য আগেই নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তারা এই বিষয়ে কোন কর্ণপাত করেননি। এর আগে গত সপ্তাহে গণবিজ্ঞপ্তি জারিসহ তাদের সতর্ক করতে পূর্বেই মাইকিং করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

Bootstrap Image Preview