Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদে আমাদের অবস্থান কী হবে: মেনন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়ার্কাস পার্টির প্রধান রাশেদ খান মেনন বলেছেন, সংসদে আমাদের অবস্থান কী হবে তা জানি না। নানা দিকে আমাদেরকে প্রশ্ন শুনতে হচ্ছে। 

আজ বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। 

আজ বুধবার বিকালে পুনর্নির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। 

মেনন বলেন, আমরা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট গঠন করে দীর্ঘদিন যাবত এক সাথে আন্দোলন, সংগ্রাম করে আসছি। গতবারও সরকার গঠন করেছিলাম। এবারও আমরা মহাজোটের মাধ্যমে ক্ষমতায় আসছি। তবে এই সংসদে আমাদের অবস্থান কী হবে তা জানি না। কারণ আমরা সংসদ সদস্য নির্বাচিত হলেও সরকারে নেই। সেই অবস্থায় সংসদে আমাদের কী অবস্থান হবে তা নিয়ে আলোচনা হয়নি। সে ক্ষেত্রে আমাদের নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়। 

Bootstrap Image Preview