Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন স্থগিত চেয়ে রিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:৫৬ PM

bdmorning Image Preview


সংযোজিত নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণ না করেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ৪৮টি ওয়ার্ডে নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ ও স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।

রিটে ঘোষিত তফসিল স্থগিতের পাশাপাশি সীমানা নির্ধারণ সম্পন্ন না করে তফসিল ঘোষণাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, সীমানা নির্ধারণ না করে দুই সিটির ৩৬টি ওয়ার্ড এবং সংরক্ষিত ১২টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করায় এই রিট দায়ের করা হয়েছে। এতে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও দুই সিটির মেয়রকে।

Bootstrap Image Preview